"ভরবো মাছে মোদের দেশ গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য দপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা জনাব এ এস এম রাসেলের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ শহিদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, সাবেক সভাপতি নীহার রঞ্জন সাহা, আহসানুল করিম, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, মোল্লা আব্দুর রব, যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেন, সাবেক সাধারন সম্পাদক আলী আকবর টুটুল, সাংবাদিক মোঃ ইয়ামীন আলী, মোঃ শামসুর রহমান, আমিরুল আলম বাবু, চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারীসহ প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস