চিংড়ি গবেষনা কেন্দ্র, বাগেরহাট এর চলমান গবেষণা প্রকল্প (২০২৩- ২৪) এর অগ্রগতি পরিবীক্ষন ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক ড. মোঃ জুলফিকার আলী মহোদয়। সভায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সম্মানিত পরিচালক (অর্থ ও প্রশাসন) ড. অনুরাধা ভদ্র ; বাগেরহাট জেলার জেলা মৎস্য কর্মকর্তা জনাব এএসএম রাসেল ; বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম উপস্থিত ছিলেন। এছাড়াও মূল্যায়ণ সভা শেষে মহাপরিচালক মহোদয় চিংড়ি গবেষণা কেন্দ্রের নব নির্মিত লাইভ ফিড ল্যাব এর শুভ উদ্বোধন করেন। এসময় চিংড়ি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ সহ কেন্দ্রের সকল বিজ্ঞানী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস