বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিষ্টিটিউট এর আয়োজনে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৩-২০২৪) ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা (২০২৪-২০২৫) প্রণয়ন শীর্ষক এক দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিষ্টিটিউটের সম্মানিত মহাপরিচালক ড. মোঃ জুলফিকার আলী প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে এর উদ্বোধন করেন। চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ এর সভাপতিত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের এফ এম আর টি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ গোলাম সারোয়ার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়া কালচার বিভাগের প্রফেসর ড. মোঃ লোকমান আলী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ ও মেরিন বায়োসাইন্স এর প্রফেসর ড. মোঃ আমিনুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউট, লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, সাবেক সভাপতি বাগেরহাট প্রেসক্লাব, উপজেলা মৎস্য কর্মকর্তাগন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, প্রগ্রেসিভ মৎস্যচাষী, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এই কর্মশালায় অংশ নেন। কর্মশালায় দেশের চিংড়ি খাতকে আরো আধুনিক, যুগোপযোগী ও গতিশীল করতে নতুন নতুন গবেষনা প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন এর উপর গুরুত্ব প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস