চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাট কর্তৃক রাজস্ব বাজেটের আওতায় দুইদিন ব্যাপি (২৬-২৭ জানুয়ারি, ২০২৩ খ্রীঃ) "আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষে মাটি ও পানির গুনাগুণ ব্যবস্থাপনা" শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল (২৬ জানুয়ারি,২০২৩ ইং) বাগেরহাট জেলার জেলা মৎস্য কর্মকর্তা জনাব এ. এস.এম রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে চিংড়ি গবেষণা কেন্দ্রের কেন্দ্র প্রধান ড. মোঃ হারুনর রশিদ মহোদয় সভাপতিত্ব করেন। প্রশিক্ষণে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার ২৫ জন চিংড়ি চাষী/উদ্যোক্তাদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান শেষে অদ্য ২৭ জানুয়ারি ২০২৩ ইং তাদের মাঝে সার্টিফেকেট বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস