বাগেরহাটস্থ চিংড়ি গবেষণা কেন্দ্র হতে গলদা হ্যাচারীতে চিংড়ির পোনা উৎপাদনে কারিগরি সহায়তা প্রদানের অংশ হিসেবে পিরোজপুর গলদা হ্যাচারি পরিদর্শন
বিস্তারিত
বাগেরহাটস্থ চিংড়ি গবেষণা কেন্দ্র হতে গলদার মানসম্মত পোনা উৎপাদনে উদ্ভাবিত প্রটোকলের ফিল্ড ভ্যালিডেশনের লক্ষ্যে অদ্য ০৮-০৫-২০২৩ ইং চিংড়ির পোনা উৎপাদনে কারিগরি সহায়তা প্রদানের অংশ হিসেবে পিরোজপুরের গলদা হ্যাচারী পরিদর্শন করা হয়।
সরেজমিনে দেখা যায় যে চিংড়ি গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত প্রটোকল অনুসারে উক্ত হ্যাচারির পিএল উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং চিংড়ির লার্ভা পিএলে রুপান্তর অব্যাহত আছে ।