বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাট এর ''বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২২-২০২৩ ) পর্যালোচনা ও প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন (২০২৩-২০২৪)'' শীর্ষক “আঞ্চলিক কর্মশালা” অনুষ্ঠিত
বিস্তারিত
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাট এর ''বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২২-২০২৩ ) পর্যালোচনা ও প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন (২০২৩-২০২৪)'' শীর্ষক “আঞ্চলিক কর্মশালা” অদ্য ১৫/০৬/২০২৩ ইং তারিখে কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগের উপ-পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ গোলাম সরোয়ার মহোদয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিংড়ি গবেষণা কেন্দ্র,বাগেরহাটের সম্মানিত কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ মহোদয়।
কর্মশালায় কেন্দ্রের বিজ্ঞানীবৃন্দ ছাড়াও মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, চাষী প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় বিজ্ঞানীগন ৫ টি চলমান গবেষণার অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ১ টি নতুন গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন। কর্মশালার শুরুতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয়ের উপস্থিতিতে কেন্দ্রের গলদা হ্যাচারিতে উৎপাদিত চিংড়ির পোনা খামারিদের মাঝে বিতরণ করা হয়।