Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Molecular Food Safety and DNA Sequencing Training
Details

DANISH INTERNATIONAL DEVELOPMENT AGENCY (DANIDA) এর অর্থায়নে ;ECOPRAWN প্রকল্পের অধীনে  ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে  চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাটে Molecular Food Safety and DNA Sequencing শীর্ষক  ৬ দিন ব্যাপি প্রশিক্ষণের আয়োজন করা হয়।  প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক,  পিএইচডি ও মাস্টার্সের ছাত্র এবং চিংড়ি  গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী সহ মোট ১৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্যাথলজিস্ট এবং মাইক্রো বায়োলজিস্ট Dr. Niels O G Jørgensen, Dr. Louise von Gersdorff Jørgensen, Dr. Jørgen Leisner এবং Dr. Amaru Djurhuus. প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্খিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন চিংড়ি গবেষণা কেন্দ্রের কেন্দ্র প্রধান ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণের কো-অর্ডিনেটর প্রফেসর ড. লোকমান আলী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক উপস্থিত ছিলেন।

Attachments
Publish Date
28/04/2024
Archieve Date
26/09/2024