চিংড়ি গবেষণা কেন্দ্র থেকে উদ্ভাবিত প্রযুক্তি অনুসরণ করে গলদা চিংড়ির মানসম্মত পোনা উৎপাদনের সাফল্যের ধারাবাহিকতায় এ বছরেও চিংড়ি গবেষণা কেন্দ্রের হ্যাচারিতে সফলভাবে গলদা চিংড়ির পোনা উৎপাদন করা হয়েছে। এ উপলক্ষে অদ্য ১৯-০৫-২০২৪ ইং চিংড়ি গবেষণা কেন্দ্রে Sustainable Coastal and Marine Fisheries Project (SCMFP) এর অর্থায়নে " Quality Prawn Seed and their Distribution among the Progressive Farmers" শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়। চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড.মোঃ হারুনর রশিদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SCMFP প্রকল্পের Task Team Leader এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি Ms Eun Joo Allison Yi, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SCMFP প্রকল্পের Deputy Project Director জনাব সরোজ কুমার মিস্ত্রী। আলোচনা সভায় চিংড়ি গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কে প্রেজেন্টেশন এর মাধ্যমে সকলকে অবগত করা হয় এবং আজ ৩৬ জন চাষির মাঝে লক্ষাধিক গলদার পোনা সুলভ মুল্যে বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS